তারেক মাসুদের মা নুরুন্নাহার পেলেন ‘সফল জননী নারী’ সম্মাননা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫১
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা চার নারীকে উপজেলা পর্যায়ে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ সম্মাননা ‘সফল জননী নারী’ হিসেবে ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামের নুরুন্নাহার মাসুদ নির্বাচিত হন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদের মা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আবু জাহের বলেন, ‘বেগম রোকেয়া শুধু নারী জাগরণের অগ্রদূত নন, তিনি সমতা, অধিকার ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন সমাজের প্রতিটি স্তরে। তার আদর্শ আজও আমাদের পথ দেখায়। দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। আজ যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন, তারা আমাদের গর্ব, অনুপ্রেরণা ও ভবিষ্যতের শক্তি।’
তিনি আরও বলেন, ‘নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের সমান অংশীদার। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি সমাজকে এগিয়ে নেওয়ার শক্তি। নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কে.এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা পাওয়া চার নারী হলেন-
‘সফল জননী নারী’ (উপজেলায় শ্রেষ্ঠ): নূরপুর গ্রামের নুরুন্নাহার মাসুদ (তারেক মাসুদের মা)।
‘শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী’: ভাঙ্গা পৌরসভার শাহরিয়ার সুলতানা।
‘নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জয়ী নারী’: নুরুলাগঞ্জ ইউনিয়নের আক্তার পারভিন।
‘সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী’: কাউলীবেড়া ইউনিয়নের জোবায়দা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোসলেউদ্দিন/এআরএস

