Logo

সারাদেশ

নাটোর-৩

সিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬

সিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের পক্ষ থেকে দলীয় ঘোষিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সমর্থকরা।

বিকেল সাড়ে ৩টার দিকে সিংড়া বাসস্ট্যান্ডের তেলপাম্পের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। দাউদার মাহমুদের নেতৃত্বে উপজেলার কয়েক হাজার বিএনপি নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

তারা ‘মনোনয়ন বাতিল করো’, ‘দাউদার মাহমুদের মনোনয়ন চাই’ ইত্যাদি স্লোগান দিতে দিতে মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর দাউদার মাহমুদের অনুরোধে সমর্থকরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘বিগত সময়ে দলের জন্য আমরা মাঠে থেকে নির্যাতন ভোগ করেছি, জেল খেটেছি। যিনি দীর্ঘ ১৭ বছর সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছেন, তাকে আজ মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তার মূল্যায়ন চাই।’

তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরিক রহমানের উদ্দেশে বলেন, ‘দুঃসময়ে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের একটাই দাবি, প্রাথমিক মনোনয়ন বাতিল করে নাটোর-৩ আসনে দাউদার মাহমুদের মনোনয়ন দিতে হবে। তাহলেই এ আসনে বিএনপির জয় নিশ্চিত হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, যুবনেতা আব্দুল্লাহ আল মমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, উপজেলা বিএনপি সদস্য সবুজ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনি প্রমুখ।

বিক্ষোভ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বিক্ষোভ সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর