Logo

সারাদেশ

ফেনীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯

ফেনীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

তিনি বক্তব্যে বলেন, ‘আমাদের মা, গণতন্ত্রের মা'র জন্য সবার কাছে দোয়া চাই। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণদোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ খালেক, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি এবং ফুলগাজী উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোশেদ আলম মিলন উপস্থিত ছিলেন।

পরশুরাম উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ ও মাদ্রাসার আলেমগণও এতে অংশ নেন।

গণ দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর