ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ শহরের মার্কাজ মসজিদ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামের বজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মার্কাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচুলি বোঝাই করে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচুলি বোঝাই ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত হেলপার আবু বকর বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।
এম বুরহান উদ্দীন/এমএইচএস

