ক্যাট্রেক্স ফ্যাশনে তালা, বকেয়ার দাবিতে শ্রমিকদের অবস্থান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৫
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন ক্যাট্রেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকায় কারখানার সামনে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, নিয়মিত কাজে যোগ দিতে এসে কারখানার মূল গেইটে তালা ঝুলানো দেখতে পান তারা। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ আড়াই মাস থেকে ছয় মাস পর্যন্ত বকেয়া বেতন এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি ছুটির টাকা, হাজিরা বোনাসসহ বিভিন্ন পাওনাও দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে।
সুয়িং অপারেটর রাকিব হোসেন বলেন, ‘আমাদের আড়াই মাসের বেতন বকেয়া। ঘরভাড়া, দোকানের বাকি কিছুই মেটাতে পারছি না। খুব কষ্টে দিন কাটছে।’
অন্য অপারেটর পারভেজ অভিযোগ করে বলেন, ‘আজ সকালে এসে দেখি গেইটে তালা। কোনো নোটিশ নেই। বকেয়া চাইলে উল্টো পুলিশ দিয়ে হয়রানি করা হয়।’
লিটন নামের আরেক শ্রমিক বলেন, ‘বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বেতন না পাওয়ায় দোকানের বকেয়া, ঘরভাড়া সব জমে গেছে। দ্রুত বকেয়া পরিশোধের পাশাপাশি কারখানা বন্ধ হলে অগ্রিম তিন মাসের বেতন দেওয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে কারখানার ডিএম (অপারেশন) ফারুক হোসেন খান জানান, ‘কাজের ঘাটতির কারণে কয়েক মাস ধরে শ্রমিকরা কার্যত বসে ছিলেন। মালিক পক্ষ চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। সে কারণেই সকালে তালা দেওয়া হয়েছে।’
শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে মালিক পক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

