Logo

সারাদেশ

নওগাঁ-৫ আসনে প্রথম নারী এমপি প্রার্থী মনিরা শারমিন

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

নওগাঁ-৫ আসনে প্রথম নারী এমপি প্রার্থী মনিরা শারমিন

নওগাঁ-৫ আসনে প্রথমবারের মতো নারী এমপি প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে নেমেছেন মনিরা শারমিন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর পক্ষে গ্রাম, হাট-বাজার এবং পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।

মনিরা শারমিন বলেন, ‘নওগাঁ-৫-এর মানুষের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা আমাকে আরও দায়িত্ববান করে তুলেছে।’

ভোটাররা তার প্রচারণা ও পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছেন। তরুণ ভোটার রাকিব হোসেন বলেন, ‘প্রথম নারী প্রার্থী হিসেবে তিনি নতুন নেতৃত্বের প্রতীক।’

নারী ভোটার শাহানাজ পারভীন বলেন, ‘নারীর সমস্যা একজন নারী নেতাই ভালোভাবে বুঝবেন।’ ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবসম্মত এবং বাণিজ্যও আরও গতিশীল হবে।’

NCP–এর জেলা নেতারা জানান, মনিরা শারমিন প্রচারণা দিন দিন শক্তিশালী হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার প্রার্থীতা নওগাঁ-৫ আসনে নারী নেতৃত্বকে এগিয়ে আনবে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও তীব্র করবে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মনিরা শারমিন প্রচারণা তীব্র হচ্ছে। দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবকরা পোস্টারিং, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন সভায় তাকে সহযোগিতা করছেন।

নওগাঁ-৫ আসনের জনগণ আশা করছেন, মনিরা শারমিনের প্রার্থীতা এলাকায় নতুন রাজনৈতিক ধারা এবং উন্নয়নমূলক পরিবর্তন আনবে।

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর