ফরিদপুরে নবাগত এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৫
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সাংবাদিকরা শহরের যানজট, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চলাচল, অপসাংবাদিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ফুটপাত দখল, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্নাবালা, নাজিম বাকাউল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান, আলিমুজ্জামান রনি, মাসুদুর রহমান তরুণ, বি কে শিকদার সজল, হারুন আনছারি, জাহিদ রিপন, শ্রাবণ হাসান, ইব্রাহিম হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম মাদক দমনে জিরো টলারেন্স, কিশোর অপরাধ ও সাইবার অপরাধ প্রতিরোধ, অনলাইন জুয়া ও প্রতারণা নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন, অটোচালকদের শৃঙ্খলায় আনা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, অনলাইনে জিডি গ্রহণ আরও সহজ করা, থানায় ঘুষ ও দুর্নীতি শূন্যের কোটায় নামিয়ে আনা এবং নাগরিক হয়রানি বন্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, অপসাংবাদিকতার অজুহাতে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন—এ বিষয়ে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এআরএস

