Logo

সারাদেশ

মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত

মাগুরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭৩ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে রাসেল মজুমদারকে আহ্বায়ক ও সুলতান হোসেনকে সদস্যসচিব নিযুক্ত করা হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ছয় মাসের জন্য কমিটি অনুমোদিত হয়।

আহ্বায়ক রাসেল মজুমদার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও একজন ব্যবসায়ী। তিনি আগে জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদস্যসচিব সুলতান হোসেন শালিখা উপজেলার শতখালী গ্রামের বাসিন্দা এবং পেশায়ও ব্যবসায়ী।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন খাজা মো. তরিকুল ইসলাম। সাতজনকে যুগ্ম আহ্বায়ক ও আটজনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ শাকিল। এছাড়া রিয়াজ পাটোয়ারীসহ পাঁচজনকে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খাইরুল শেখ।

নিয়োগপ্রাপ্ত আহ্বায়ক রাসেল মজুমদার বলেন, ‘এ দায়িত্ব আমার জন্য গর্বের। সাধারণ মানুষের সমস্যা ও দাবিকে অগ্রাধিকার দিয়ে আমরা কার্যকর সমাধানের পথে এগিয়ে যাব। তরুণদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ শাকিল বলেন, ‘কমিটি গঠনে কিছুটা দেরি হলেও আমরা দ্রুত সাংগঠনিক কাজ শুরু করব। আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।’

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর