নওগাঁয় ধানের দাম বেড়েছে, স্বর্ণা মণপ্রতি ১১৮০ টাকা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১৪
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁ জেলার বিভিন্ন বাজারে ধানের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বাজার পরিদর্শনে দেখা গেছে, স্বর্ণা ধান মণপ্রতি ১১৫০ থেকে ১১৮০ টাকা এবং জিরা ধান ১৬০০ থেকে ১৬২০ টাকায় বিক্রি হচ্ছে।
জেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রামের কৃষক মো. রবিউল ইসলাম বলেন, ‘গত কয়েক সপ্তাহের তুলনায় ধানের দাম কিছুটা বেড়েছে। আশা করছি, মৌসুম শেষ হওয়ার আগে দাম আরও বাড়তে পারে। বর্তমান বাজার আমাদের জন্য আশাব্যঞ্জক।’
ধান ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন জানান, ‘উচ্চমানের স্বর্ণা ও জিরা ধানের চাহিদা বাড়ায় দাম স্থিতিশীল রয়েছে। এটি ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সহায়ক।’
নওগাঁ জেলা কৃষি উপ-পরিচালক হোমায়রা মন্ডল বলেন, ‘কৃষকদের ধান বিক্রির সময় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সর্বোচ্চ লাভ নিশ্চিত করা উচিত। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।’
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় থাকায় দাম স্থিতিশীল রয়েছে। তবে নতুন ফসল বাজারে আসার পর দাম ওঠানামা করতে পারে।
এআরএস

