Logo

সারাদেশ

তাহিরপুরে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ-চিনি জব্দ

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭

তাহিরপুরে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ-চিনি জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও চিনি পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নদী থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে লাউরগড় বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় দুটি বারকী নৌকাসহ ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করেন।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং পেঁয়াজ চাষে উৎসাহিত হন, সে লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাইপথে ভারত থেকে পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা স্থল ও নৌপথে অব্যাহত রয়েছে। আটককৃত নৌকা ও পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর