গুজব যাচাই করে সংবাদ প্রকাশ করুন : বান্দরবানের ডিসি
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:২১
ছবি : বাংলাদেশের খবর
‘সুশাসন প্রতিষ্ঠা ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা বুধবার (১০ ডিসেম্বর) বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।
সকালে সদর উপজেলা মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “অনেক অনলাইন সাংবাদিকতা গুজবের ওপর নির্ভরশীল। তারা ঘটনার সত্যতা যাচাই না করেই তাড়াহুড়ো করে সংবাদ প্রকাশ করে। এতে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছায় না। আমাদের দেশের মানুষ এখনও পূর্ণ সচেতন নয়, তাই গুজব সহজেই বিশ্বাস করে নেয়।’
তিনি আরও বলেন, ‘যদি কখনো গুজব শোনেন, তাহলে অবশ্যই জেলা প্রশাসনের কাছ থেকে যাচাই করে নিবেন এবং সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন তৈরি করবেন। এতে গুজব দ্রুত ছড়াতে পারবে না। প্রকৃত সংবাদকর্মীরা এ বিষয়গুলো খেয়াল রাখবেন বলেই আমি আশা রাখি।’
তিনি গণমাধ্যমকর্মীদের আরও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু সাঈদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এআরএস

