Logo

সারাদেশ

ফেনীতে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬

ফেনীতে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি : বাংলাদেশের খবর

দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। বুধবার (১০ ডিসেম্বর) ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গুমের শিকার মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম।

অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনে মূলপ্রবন্ধ পাঠ করেন দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূইয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার, জাসাস ফেনী শাখার সভাপতি কাজি ইকবাল আহমেদ পরান ও ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক এন এন জীবন, ফিরোজ আলম, সৈয়দ মনির, একতা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, ২৪ জুলাই আন্দোলনের কর্মী আবুল হাসান শাহীন ও রিপনের ভাই মাহফুজুর রহমান শিপু। সভায় গুমের শিকার রিপনের চাচা ওহিদুর রহমানসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

রওশন আরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দশ বছর আগে র্যাবের পরিচয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যায়। আজও তার কোনো খোঁজ মেলেনি। আমার ছেলেসহ সব গুমের ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে। মানবাধিকার হরণকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।”

অধিকার তার লিখিত বক্তব্যে জানায়, কর্তৃত্ববাদী সরকারের পতনের পরেও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। গুমের ঘটনা কমলেও হেফাজতে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।

কারাগারে চিকিৎসার অভাবে বন্দিদের মৃত্যু এবং নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের প্রক্রিয়া উদ্বেগজনক। তবে অন্তর্বর্তীকালীন সরকার অপক্যাট (OPCAT) ও গুমবিরোধী কনভেনশন অনুমোদন করায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংগঠনটি গুমবিরোধী অধ্যাদেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিলেরও দাবি জানিয়েছে।

সংগঠনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। মতবিনিময় শেষে ফেনী প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

এম. এমরান পাটোয়ারী/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর