ডেন্টাল যন্ত্রপাতি অচল, ভূঞাপুর হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত
আব্দুল লতিফ তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। এক্স-রে মেশিন, ডেন্টাল চেয়ারসহ বিভিন্ন যন্ত্রের অভাবে দাঁত তোলা, রুট ক্যানাল, ফিলিং, স্কেলিংসহ জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভূঞাপুর ছাড়াও পার্শ্ববর্তী ঘাটাইল ও গোপালপুর উপজেলা থেকে প্রতিদিন শতাধিক রোগী এ হাসপাতালে আসেন। তবে প্রয়োজনীয় যন্ত্রের অভাবে অনেক রোগীকে শুধু ব্যথা বা গ্যাসের ওষুধ দিয়ে ফেরত পাঠানো হয়। ফলে ডেন্টাল সেবা কার্যত অচল হয়ে পড়েছে।
ডেন্টাল চিকিৎসা নিতে আসা তানিয়া বেগম বলেন, ‘দাঁতের এক্স-রের জন্য বাইরের ক্লিনিকে যেতে বাধ্য হয়েছি, হাসপাতালে ব্যবস্থা নেই।’
অপর রোগী কাউছার মণ্ডল জানান, ‘টাকা নেই বলে বাইরে এক্স-রে করাতে পারি না। হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল দেওয়া হয়, যা দাঁতের ব্যথা কমায় না।’
ডেন্টাল বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, ‘প্রতিদিন শতাধিক রোগী দেখি, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এক্স-রে মেশিন ও ডেন্টাল চেয়ার ছাড়া পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব নয়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান আজাদ বলেন, ‘রোগীর চাপ বেশি, কিন্তু ডেন্টাল যন্ত্রপাতি সীমিত এবং অনেকগুলো বিকল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এআরএস

