মানিকগঞ্জে হাসপাতালে অনিয়ম, ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:০১
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত চাঁদের হাসি হাসপাতালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাসপাতালটির সেবা ও নথিপত্র যাচাই করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা (সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য) লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, ‘অভিযোগের ভিত্তিতে আমরা হাসপাতালটি পরিদর্শন করি। সেখানে ডিউটি চিকিৎসক না থাকা সত্ত্বেও চার রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে তিনজন সেদিনই ছাড়পত্র নিয়ে চলে যান। এছাড়া ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। এসব অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। যদি তারা সংশোধন না হয়, তবে পরবর্তীতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হতে পারে।’
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

