ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনির ও ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম।
মানবাধিকার কমিশনের লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘মানবাধিকার সকল মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। আমাদের প্রতিদিনের জীবনে এর চর্চা অপরিহার্য।’
সভাপতি হামিদুর রহমান বলেন, ‘উপজেলায় কোথাও মানবাধিকার লঙ্ঘন হলে আমরা দ্রুত প্রতিকারের চেষ্টা করি ও আইনি সহায়তা দেই। ইতোমধ্যে বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হয়েছে।’
অনুষ্ঠানে উপজেলা শাখার সহ-সভাপতি নুরুচ্ছাফা, ইঞ্জিনিয়ার মামুন উদ্দীন, সেক্রেটারি এডভোকেট নাওশেদ, প্রজন্ম লোহাগাড়ার সভাপতি সাহাব উদ্দিন, মানবাধিকার কর্মী এডভোকেট কুতুবউদ্দিনসহ স্থানীয় সংগঠক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ/এআরএস

