Logo

সারাদেশ

মিঠাপুকুরে রহস্যজনক কারণে ২০টি গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫

মিঠাপুকুরে রহস্যজনক কারণে ২০টি গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গরুর রহস্যজনক মৃত্যুতে আতঙ্ক দেখা দিয়েছে। গত ১৫ দিনে লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর (মেন্দিরপুকুর) এলাকায় প্রায় ২০টি গরু অজানা রোগে মারা গেছে। এতে স্থানীয় গবাদিপশু মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) পর্যন্ত সংগ্রহ করা স্থানীয় সূত্রের তথ্যমতে, মৃত গরুর সংখ্যা ২০টির কাছাকাছি। এতে আনুমানিক ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। মৃত্যুর আগে গরুর মুখ দিয়ে সাদা লালা বের হওয়া ও হাত-পা ছোড়াছুড়ির মতো উপসর্গ দেখা গেছে।

নিশ্চিন্তপুর এলাকার পশুপালক নাসরুল হক বলেন, ‘৮ ডিসেম্বর রাতে শব্দ শুনে গোয়ালে গিয়ে দেখি গরুটি হাত-পা ছোড়াছুড়ি করছে। কিছুক্ষণের মধ্যেই মুখ দিয়ে সাদা লালা বের হতে থাকে এবং দ্রুত মারা যায়। এভাবে আমার আগেও আরও গরু মারা গেছে।’

স্থানীয় পশুচিকিৎসক কামাল উদ্দীন বলেন, প্রাণীগুলো কী কারণে মারা যাচ্ছে, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে বিষক্রিয়ার সন্দেহ করা হচ্ছে। কিছু গরুর রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। ভেটেরিনারি সার্জনসহ সচেতনতামূলক কার্যক্রম চলছে। আক্রান্ত গরুর নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে।’

এলাকাবাসী দ্রুত এই রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মো. রাখিবুল হাসান রাখিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর