ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক
'তরুণদের উসকানিমূলক রাজনীতি থেকে দূরে থাকতে হবে'
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:২০
ছবি : বাংলাদেশের খবর
পার্বত্য চট্টগ্রামে সব জাতিসত্তার নাগরিকের সমান অধিকার, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার দাবিতে লিফলেট বিতরণ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’।
বুধবার (১০ ডিসেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে মারমা গ্রাম, বাজার ও স্কুলঘেরা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এতে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, সহাবস্থান ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণকালে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে একতাবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদানই হতে পারে স্থায়ী শান্তির ভিত্তি।
এ সময় তিনি জানান, আগামী এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি—এই তিন জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, পাইমং থুই মারমা, প্রমুখ নেতা।
পরবর্তীতে সংগঠনের নেতাকর্মীরা সোনাইছড়ি ইউনিয়নের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে লিফলেট বিতরণ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সোহেল কান্তি নাথ/এআরএস

