নওগাঁর সাপাহারে জবই বিলে অতিথি পাখির কলকাকলি
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫
ছবি : বাংলাদেশের খবর
শীতের শুরুতে নওগাঁর সাপাহারের জবই বিল মুখরিত হয়ে উঠেছে দেশি-বিদেশি অতিথি পাখির কলকাকলিতে। উপজেলা সদর থেকে মাত্র ৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিল এখন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
খাবারের সন্ধান ও শীত এড়াতে প্রতিবছরের মতো এবারও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে জবই বিল ও সংলগ্ন পুনর্ভবা নদীতে। বিলের পানি কমতে শুরু করায় ছোট মাছ, শামুক ও পোকামাকড়ের প্রাচুর্য পাখিদের জন্য অভয়ভূমি তৈরি করেছে।
স্থানীয় সংগঠন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, বর্তমানে বিলে পাতি সরালি, লাল ঝুঁটি ভুতিহাঁস, গিরিয়া হাঁস, তিলি হাঁস, টিকি হাঁস, পিয়াং হাঁস, ঠেঙ্গি হাঁস, চা পাখি, বেগুনি বক, শামুকখোল, মাছমুরালসহ নানা প্রজাতির পাখির আনাগোনা শুরু হয়েছে।
তিনি আরও জানান, তাদের জরিপে বিলে ২৬ প্রজাতির পরিযায়ী ও ১৮ প্রজাতির দেশি পাখি—মোট ৪৪ প্রজাতির পাখি দেখা যায়। এবার পাখির সংখ্যা প্রায় ২২৫৮টি বলে জরিপে উঠে এসেছে। গত বছর পাখির সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। প্রজাতি বাড়লেও পাখির সংখ্যা কিছুটা কমেছে।
দর্শনার্থী ও স্থানীয়রা জানান, পাখির কিচিরমিচির শব্দ ও কলকাকলিতে সারাদিন মুখর থাকে পুরো এলাকা। অনেকেই ছবি তুলতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছেন।
এলাকাবাসী ও প্রকৃতিপ্রেমীরা আশা করেন, কোনো শিকারি যেন এই পাখিদের প্রতি হুমকি হয়ে না দাঁড়ায়। তারা জবই বিলকে একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং বিলের একটি অংশ সংরক্ষিত এলাকা ও অভয়াশ্রম ঘোষণার দাবি জানিয়েছেন।
জাহাঙ্গীর আলম মানিক/এআরএস

