আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যা মামলায় প্রতিবেশী ইউনুচ ৪ দিনের রিমান্ডে
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) ফরিদপুরের নবম আমলী আদালতের বিচারক আনারুল আসিফ এ আদেশ দেন। সকালে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এ সময় তদন্ত কর্মকর্তা আলফাডাঙ্গা থানার এসআই সুজন বিশ্বাস আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রিস প্রবাসী পলাশ মোল্যার শিশুপুত্র জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের ঝোপঝাড়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে শিশুটির মা সিনথিয়া বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে নিহত শিশুর গলা থেকে পাওয়া রশিটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে। পুলিশের অনুসন্ধানে জানা যায়, ঘটনার আগে প্রতিবেশী ইউনুচ মোল্যা পার্শ্ববর্তী টাবনী বাজারের এক মুদি দোকান থেকে একই রকম একটি রশি কিনেছিলেন।
এই তথ্যের ভিত্তিতে ইউনুচকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রশি কেনার বিষয়টি অস্বীকার করলে পুলিশের সন্দেহ দৃঢ় হয়। পরে ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মিয়া রাকিবুল/এআরএস

