বিশ্ব মানবাধিকার দিবস
চট্টগ্রামে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২
৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সীতাকুন্ডের ফকিরহাট জাফরাবাদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ–২০২৫। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা অডিটোরিয়ামে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে দিনব্যাপী এ মানবিক সেবা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ মিসবাহ উদ্দিন এবং নাতে রাসুল পরিবেশন করেন লাবিবা লিয়াকত সোহা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রিয়াজুল হক, যিনি বিভিন্ন পর্ব সুচারুভাবে পরিচালনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরোচিফ ও সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক ও প্রকাশক হাজী মো. নুরুল কবির। তিনি বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠার মূল অঙ্গ হলো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব, আর জাতীয় রোগী কল্যাণ সোসাইটির এ উদ্যোগ মানবতার উজ্জ্বল উদাহরণ।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট গবেষক ডা. মাহতাব হোসাইন মাজেদ। তিনি বলেন, “মানবাধিকার কেবল আইনের বিষয় নয়—এটি মানুষের মর্যাদা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায়বিচারের পূর্ণাঙ্গ অধিকার। এ বিশ্বাস থেকেই ২০২০ সাল থেকে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা, রক্তদাতা কার্যক্রম, শীতবস্ত্র বিতরণসহ নানান মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সংগঠনের প্রকৃত সাফল্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী। তিনি বলেন, “শিক্ষার্থীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এম. মোকছুদুর রহমান মিয়াজী, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স প্রতিষ্ঠাতা সদস্য সচিব স. ম. জিয়াউর রহমান, এবং কেন্দ্রীয় সদস্য ডা. মুহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারীদের সাধারণ রোগ নির্ণয়, স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, শীতপ্রবাহের সময়ে এ উদ্যোগটি ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।
আইএইচ /

