Logo

সারাদেশ

নওগাঁয় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩

নওগাঁয় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে নওগাঁ মহাসড়কের হাঁপানিয়া এলাকায় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া একডালা গ্রামের মোস্তফা (৫৫) এবং সাপাহার উপজেলার তিলনা গ্রামের মালেক মোল্লা (৫০)।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে তারা মোটরসাইকেলে করে যাত্রা করছিলেন। হাঁপানিয়া এলাকায় পৌঁছামাত্র দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সদর থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক জানান, ‘মরদেহ দুটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, দ্রুতগতির যানবাহনের কারণে মহাসড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে,এ দুর্ঘটনা রোধে জরুরি ব্যবস্থা প্রয়োজন।

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর