Logo

সারাদেশ

কিশোরগঞ্জে সাংবাদিককে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৫

কিশোরগঞ্জে সাংবাদিককে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে কটিয়াদী উপজেলা পরিষদ এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মিজানুর রহমান কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানিয়েছেন, দুই ব্যক্তি— খলিল মিয়া (থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তি) এবং ফলু মিয়া (উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক) হঠাৎ তাকে জোরপূর্বক উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে গিয়ে শারীরিকভাবে আক্রমণ করে। এতে তিনি বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন, হামলার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি মাহবুর রহমান তদন্তের দায়িত্ব এসআই বাসেদকে দিয়েছেন। এসআই বাসেদ জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং ওসির সঙ্গে বসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

থানা পুলিশ জানিয়েছে, ‘অভিযোগটি তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মিজানুর রহমান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাংবাদিক নির্যাতন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর