Logo

সারাদেশ

ডাকাতি ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫২

ডাকাতি ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

কুমিল্লায় ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন তোতা (৪০) ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত তোতা মিয়া ফেনীর সোনাগাজী উপজেলার মহদিয়া গ্রামের মৃত রবিউল হক রফিকের ছেলে। তিনি ২০০৯ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সংঘটিত ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের চেওরিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ফেনীস্থ র‌্যাব-৭ এর একটি দল তোতা মিয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত তোতা মিয়া আদালত থেকে জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সোনাগাজী থানায় হস্তান্তর করে কারাগারে পাঠানো হয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর