Logo

সারাদেশ

২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু সাজিদ, গর্তের গভীরতা ২০০ ফুট!

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৪

আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫

২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু সাজিদ, গর্তের গভীরতা ২০০ ফুট!

ছবি : সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা হয়ে গেলেও রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রথমে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট মিলে প্রায় ২৪ ঘণ্টা ধরে টানা অভিযান অভিযান চালাচ্ছে। শিশুটি ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে শিশু সাজিদ মায়ের সাথে হেঁটে ওই স্থান দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায় বলে জানা যায়।

শিশুটির মা রুনা খাতুন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, দুই ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দিয়েছিলেন। যে শিশুটিকে মা কোল থেকে নামিয়ে দিয়েছিলেন সেই শিশুটিই গর্তে পড়ে গিয়েছে।

ঘটনার পরে প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটিকে জীবিত রাখার জন্য গর্তের মধ্যে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। গর্তের পাশে স্কেভেটর দিয়ে প্রায় ৩০ ফুট পর্যন্ত মাটি খনন করা হয়েছে। এরপর সুড়ঙ্গ খুঁড়ে গভীর নলকূপের ভেতরে প্রবেশের চেষ্টা চলছে। 

তবে গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট হওয়ায় শিশুটি যে কোনো স্থানে আটকে থাকতে পারে বলে জানান তিনি।

উদ্ধার অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। স্থানীয়রা জানান, গর্তটি দীর্ঘদিন ধরে খোলা ছিল। ছোট্ট সাজিদ খেলা করতে গিয়ে সেখানে পড়ে যায়।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিক খননের পর ছোট দুটি এক্সকাভেটর ব্যবহার করা হলেও রাতের দিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন বড় এক্সকাভেটর এনে দ্রুত খননকাজ শুরু করা হয়েছে। আরও কয়েক ঘণ্টার মধ্যে শিশু সাজিদকে উদ্ধার করতে তারা আশাবাদী।

উদ্ধার কার্যক্রমের সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ডাক্তার প্রস্তুত রাখা হয়েছে। শত শত স্থানীয় মানুষও অভিযান দেখতে সেখানে উপস্থিত রয়েছেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর