Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯

খাগড়াছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পূজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক ভারতীয়রা হলেন- ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার দইচন্দ্র রিয়াং-এর ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াং-এর ছেলে তরসেন রিয়াং (৩০) ও লাল মান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা গত শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার চপলিং ছড়ার চোরাপথ হয়ে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর তারা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামে যায়। আজ আবার ভারতে ফেরার চেষ্টা করছিল।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা, রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক গ্রামের বাসিন্দা। তিনি ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গমন করে সেখানে বিয়ে করে নাগরিকত্ব নিয়েছেন। তার মা-বাবা বাংলাদেশের নাগরিক। তার বড় মেয়ে সিয়ারই রিয়াং-এর চিকিৎসার জন্য রাঙ্গামাটিতে মা-বাবার কাছ হতে টাকা নিতে ভারতীয় দুই বন্ধু জেমস কুমার রিয়াং ও তরসেন রিয়াংকে সঙ্গে নিয়ে বাংলাদেশে চোরাপথে প্রবেশ করেছিলেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাদের সদর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ছোটন বিশ্বাস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক পার্বত্য চট্টগ্রাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর