Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে জেএসডি নেত্রীর জনসভায় হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:১৬

লক্ষ্মীপুরে জেএসডি নেত্রীর জনসভায় হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনী জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা শাখার নেতারা। ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনী জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা শাখার নেতারা। এ ঘটনার সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানান তারা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেলা সভাপতি অধ্যাপক মনছুর আহমেদ ও হারুনুর রশিদ বাবুলসহ অন্যরা।

এদিকে, বুধবার রাতে জেএসডির নির্বাচনী সভা শেষে বাসায় ফেরার পথে রামগতি উপজেলার আজাদনগর বাজারে আবারও হামলার শিকার হন জেএসডির ছাত্রলীগ সভাপতি রিয়াজসহ কয়েকজন নেতাকর্মী।

এর আগে গত ৮ ডিসেম্বর রামগতিতে জেএসডি নেতা তানিয়া রবের জনসভায় যোগ দিতে আসার পথে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় জেএসডির দুই কর্মী গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন। এতে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

মোস্তাফিজুর রহমান টিপু/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর