Logo

সারাদেশ

লালমনিরহাটে সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩

লালমনিরহাটে সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের কালীগঞ্জে সার সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জে সার সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাটে মেসার্স সাইফুল ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্রের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে কৃষকরা বিক্ষোভ শুরু করেন।

কৃষকরা অভিযোগ করেছেন, ভুট্টা মৌসুম শুরুর পর থেকেই এলাকায় সারের ঘাটতি দেখা দিয়েছে। কয়েক দিন ধরে বিক্রয়কেন্দ্রে গেলেও সার পাওয়া যাচ্ছিল না। এ সময় অভিযোগ ওঠে, ডিলাররা খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন। এতে ক্ষুব্ধ কৃষকরা মহাসড়ক অবরোধ করেন এবং ডিলারসহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের অপসারণের দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘জমিতে ভুট্টার জন্য সার দরকার। কয়েক দিন ধরে ঘুরেও সার পাই না। কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় ডিলাররা বাইরে বেশি দামে বিক্রি করছে।’

অন্য একজন কৃষক বলেন, ‘ডিলারের কাছে বারবার গেলেও সার পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই দুর্নীতি আর সহ্য করা যায় না।’

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, ‘একসঙ্গে অনেক কৃষক সার নিতে আসায় চাপ বেড়েছে। মজুদ কম থাকায় এটি সাময়িক সমস্যা। চাহিদা কমলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

রাহেবুল ইসলাম টিটুল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর