কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭
ছবি : বাংলাদেশের খবর
মাগুরার শ্রীপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা ৯৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক সাব-ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের সাব-ডিলার মইনুল হোসেন তার বাড়িতে অবৈধভাবে সার মজুত করেছিলেন। এমন তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাব-ডিলারের বাড়ি থেকে ৭৯ বস্তা ডিএপি এবং ১৫ বস্তা এমওপি (পটাশ) সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাব-ডিলার মইনুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দ করা সার সরকারি বিধি মোতাবেক নিলামে তোলার নির্দেশ দেওয়া হয়। অভিযানে কৃষিবিদ মো. হুমায়ুন কবিরসহ শ্রীপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, অবৈধভাবে সার মজুতকারী কিংবা নকল সার বিক্রেতাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সার মজুতের প্রমাণ পাওয়া গেছে এবং সাব-ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
তাছিন জামান/এমএইচএস

