Logo

সারাদেশ

কেরাণীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

কেরাণীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

ঢাকার কেরাণীগঞ্জে একটি ১২তলা ভবনে লাগা আগুন সাত ঘণ্টা পার হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ছবি : সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জে একটি ১২তলা ভবনে লাগা আগুন সাত ঘণ্টা পার হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কেরাণীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে।

খবর পেয়ে ভোর ৫টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এর আট মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও বেজমেন্ট একটি। এটি বাণিজ্যিক ও আবাসিক ভবন। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন রয়েছে। এর ওপরের অংশে রয়েছে আবাসিক কোয়ার্টার।

তিনি বলেন, বেজমেন্টে প্রবেশের পথ মাত্র দুটি। অধিকাংশ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে।

ফায়ার সার্ভিসের আরেক মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটি থেকে ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর