Logo

সারাদেশ

ইসির নির্দেশে যশোরে ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩

ইসির নির্দেশে যশোরে ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় যশোরে আগাম প্রচার সামগ্রী অপসারণ শুরু হয়েছে। শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড খুলে নেওয়ার কাজ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে দলটি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনি আচরণবিধি কার্যকর হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্যানার, ফেস্টুন, পোস্টার, গেট ও তোরণসহ সব আগাম প্রচার সামগ্রী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এই নির্দেশনার পর শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে যশোর শহরের চৌরাস্তা মোড় থেকে অপসারণ কার্যক্রম শুরু হয়। বিএনপি নেতারা জানান, জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে প্রচার সামগ্রী অপসারণ চলছে এবং সন্ধ্যা ৬টার মধ্যেই কাজ শেষ করা হবে।

এদিকে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিজ নিজ প্রচার সামগ্রী অপসারণে কাজ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শহিদ জয়/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর