Logo

সারাদেশ

মেহেরপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০২

মেহেরপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে মেহেরপুর সেনা ক্যাম্প ও র‌্যাবের যৌথ দল উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোশারফ হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জোড়পুকুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ‘তল্লাশির সময় মোশারফ হোসেনের বাড়ি থেকে একটি ভারতীয় ওয়ান-শুটার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

পুলিশ আরও জানায়, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

আকতারুজ্জামান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর