হেডফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯
কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হলো হৃদয় রায় (২৫) নামের এক যুবক। সে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের মৃত্যু নির্মল চন্দ্র রায়ের ছেলে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে কথা বলছিল। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনা গামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় খুলনা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
তৈয়ব আলী সরকার/এনএ

