Logo

সারাদেশ

মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। নেশাগ্রস্ত ওই যুবকের নাম খলিল (৩২)। তিনি তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নুরু উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মাদক কেনার টাকার জন্য খলিল তার মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। দীর্ঘদিন ধরে মায়ের ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ হয়ে মায়ের সম্মতি নিয়েই এলাকাবাসী তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি আঞ্চলিক সড়কের পাশে বুকসমান গর্ত করে খলিলকে সেখানে পুঁতে রাখে। প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে তিনি নিজে মাটি সরিয়ে উঠে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে রাখে।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে খলিল মাদকাসক্ত হয়ে পড়ে নিয়মিত মাদক কেনার টাকা না পেয়ে মা–বাবাকে মারধর করে আসছিল। আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকার মাধ্যমে তাকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। তাই সমাজে বার্তা দিতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা তুতা মিয়া বলেন, ‘এক মাস আগেও তাকে গাঁজা সেবনের অভিযোগে ধরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সে আবার মায়ের ওপর নির্যাতন চালায়। তাই মা-বাবার অনুমতি নিয়েই আজ তাকে মাটিতে পুঁতে রাখা হয়।’

ঘটনার সময় খলিলের মা খোদেজা খাতুন নিজেও উপস্থিত ছিলেন। তিনি ছেলের শরীরের ওপর মাটি নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ছেলে আমাকে মারধর করছে। আজও করেছে। তাই এলাকাবাসীকে বলেছি যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’

খলিলের বাবা নুরু উদ্দিন বলেন, ‘সে আগেও আমাকে মারধর করেছে। তাই আমি দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকছি।’

এ বিষয়ে অভিযুক্ত খলিল কোনো মন্তব্য করতে রাজি হননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘কাউকে মাটিতে পুঁতে রাখা আইনসম্মত নয়। বিষয়টি খোঁজ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর