Logo

সারাদেশ

মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন নিজেই সরালেন প্রচারণার পোস্টার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪

মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন নিজেই সরালেন প্রচারণার পোস্টার

মাগুরায় রাস্তায় নেমে নিজের ব্যানার-পোস্টার অপসারণ করলেন বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে এসব ব্যানার-পোস্টার নিজেই অপসারণ করেন তিনি।

মনোয়ার হোসেন খান মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। পাশাপাশি তিনি জেলা বিএনপির সদস্যসচিব পদে রয়েছেন। এ সময় তিনি দলীয় কর্মী-সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত ব্যানার-পোস্টার ও ফেস্টুন নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দিক-নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, খান হাসান ইমাম, আলমগীর হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ দিলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোয়ার হোসেন খান বলেন, ‘ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বিদ্যমান নির্বাচন আইনের সকল নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা চাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং এর মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হোক। সেই সূচনাকে অর্থবহ করতে হলে নির্বাচন কমিশনের সকল নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করাই একমাত্র পথ।’

তাছিন জামান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর