লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭
বাংলাদেশের খবর
লক্ষ্মীপুর অভিযান চালিয়ে ৫ টি অস্ত্র ১৬টি গুলি কার্তুজসহ আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্রের সঙ্গে ১৬ টি কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ওরপে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক মামলাসহ প্রায় একাধিক মামলা রয়েছে। অন্য আটক পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরো তিনজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।
এ সময় বাসা থেকে একটি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড রিভলভারের গুলি, ৪টি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাত বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এইসময় আরো তিন জন পালিয়ে যায়।’
মোস্তাফিজুর রহমান টিপু/এনএ

