Logo

সারাদেশ

বীরগঞ্জে গলা কেটে হত্যা রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

বীরগঞ্জে গলা কেটে হত্যা রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা

বাংলাদেশের খবর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দানিউল ইসলাম আরাজি চৌপুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তার ছেলে সামিউল ইসলাম দিনাজপুর শহরে বসবাস করেন এবং মেয়ে দৃষ্টি স্বামীর বাড়িতে থাকেন। দানিউল ইসলাম গ্রামের বাড়িতে মাঝে মাঝে এসে সপ্তাহে দু’এক দিন রাত্রিযাপন করতেন। বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে শয়নকক্ষে বিছানায় রক্তাক্ত অবস্থায় দানিউল ইসলামের মরদেহ দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন। পরিবারের দাবি, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে খাবার শেষে তিনি নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে রফিকুল ইসলাম সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৬ ডিসেম্বর নিহতের চাচা ও তৎকালীন ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙাও একইভাবে হত্যার শিকার হন। ফলে সাম্প্রতিক ঘটনাটি এলাকায় নতুন করে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিভিন্ন সূত্রের দাবি, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ও রহস্যজনক। এর পেছনে পারিবারিক বিরোধ, পরকীয়া সম্পর্ক কিংবা সম্পদ সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমারের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য কাজ করছেন।’

তিনি আরও জানান, ‘মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

প্রদীপ রায় জিতু/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর