Logo

সারাদেশ

কেরাণীগঞ্জে ভবনের আগুন সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১

কেরাণীগঞ্জে ভবনের আগুন সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকার কেরাণীগঞ্জে একটি বহুতল ভবনে লাগা আগুন প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন ভোর সাড়ে ৫টার দিকে আগানগরের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর আট মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

এর আগে দুপুর ১২টার দিকে শাহজাহান শিকদার জানান, জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও বেজমেন্ট একটি। এটি বাণিজ্যিক ও আবাসিক ভবন। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন রয়েছে। এর ওপরের অংশে রয়েছে আবাসিক কোয়ার্টার।

তিনি বলেন, বেজমেন্টে প্রবেশের পথ মাত্র দুটি। অধিকাংশ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে।

ফায়ার সার্ভিসের আরেক মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটি থেকে ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর