Logo

সারাদেশ

বাউফলে সরকারি জমিতে অবৈধ দোকানে জরিমানা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২০

বাউফলে সরকারি জমিতে অবৈধ দোকানে জরিমানা

বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠের পাশের সরকারি জায়গায় গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৬টি অস্থায়ী দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব দোকানের মধ্যে চটপটি, ফুসকা ও ঝালমুড়ির দোকানসহ প্রায় ১১-১২টি দোকান দীর্ঘদিন ধরে পাবলিক মাঠের পাশে গড়ে উঠেছিল।

জানা যায়, এসব দোকানের কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল এবং সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, ‘সরকারি জায়গা দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা যাবে না। এতে জনদুর্ভোগ বাড়ে ও শৃঙ্খলা নষ্ট হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবলিক মাঠের পাশের সব অস্থায়ী দোকান সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ‘

আরিফুল ইসলাম সাগর/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর