ফেনীতে বিজয় উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ফেনী সাংস্কৃতিক সংসদ-এর উদ্যোগে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ফেনী সাংস্কৃতিক পরিষদের সভাপতি এস. এম. মাছুম বিল্লাহর সঞ্চালনায়, ফেনী সাংস্কৃতিক সংসদের সভাপতি মুহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ফেনী সংবাদের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মাওলানা মুফতী আব্দুল হান্নান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ডা. ফখরুদ্দিন মানিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনী সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ফারুক আহমদ আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে ফেনী সাংস্কৃতিক পরিষদ, একুশে থিয়েটারসহ প্রায় ১০ টি সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান, কবিতা ও নাটক পরিবেশন করেন।
শিল্পীদের সুরের মূর্ছনায় শত শত দর্শক শ্রোতার উপস্থিতিতে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠে।
এম. এমরান পাটোয়ারী/এনএ

