হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২০
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামিম খলিফা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা। বক্তারা হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এছাড়া একই দিন বিকেলে গৌরনদীর সর্বস্তরের জনতার ব্যানারে এবং রাতে জুলাই যোদ্ধাদের উদ্যোগেও পৃথক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বিক্ষোভকারীরা ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। শনিবার বেলা ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে শেষ হয়।

উপজেলা ছাত্রশিবির সভাপতি নকীব আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা পশ্চিম ছাত্রশিবিরের সেক্রেটারি সাদ্দাম হাসানসহ অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য স্থানে এ ধরনের হামলা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দেয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গাজীপুর : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। শনিবার বিকেলের মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান মঞ্জুরুল করিম রনি। তিনি এটিকে নির্বাচন বানচালের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। মিছিলে বিএনপির সিনিয়র নেতা ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমবি

