Logo

সারাদেশ

ট্রাভেল পারমিটে ২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২২

ট্রাভেল পারমিটে ২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

বাংলাদেশের খবর

বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে অবৈধভাবে ভারতে অবস্থানকারী দুই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা নাগরিকরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) এবং তার সঙ্গে থাকা শিশু মো. মিকাঈল খলিল শেখ (৩)।

ইমিগ্রেশন সূত্র জানায়, অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কাগজপত্র যাচাই শেষে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়।পোর্ট থানা সূত্র জানায়, আইনি কার্যক্রম শেষে তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা রুমা বেগম জানান, ‘তিনি ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে একই বছরের ২০ এপ্রিল মুম্বাই পুলিশের হাতে আটক হন। এরপর প্রায় এক বছর আট মাস তিনি মুম্বাইয়ের একটি সেইফ হোমে অবস্থান করেন। সেখানে থাকাকালে তিনি হস্তশিল্পের কাজ করতেন।’

সংশ্লিষ্টরা জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার রোধে আরও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
শহিদ জয়/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর