আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭
চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করা হয়।
কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ রিয়াদুল সালেহীন মসজিদের সামনে এ জরিমানা কার্যকর করা হয়।
ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিরপাড়ার বাসিন্দা। তিনি বর্তমানে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য।
নাজমুল মোস্তফা আমিনকে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর শনিবার তিনি লোহাগাড়ায় আগমন উপলক্ষে তার কর্মী-সমর্থক বিভিন্ন গাড়ি নিয়ে শোডাউন করে বরণ করেন।
উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করার কারণে নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে বা যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের আচরণ বিধি অনুযায়ী দণ্ডিত করা হবে।
আবুল কালাম আজাদ/এমবি

