ফেনীতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪১
বাংলাদেশের খবর
আখেরি মোনাজাতের মাধ্যমে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শেষ হলো তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের ফেনীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা।
এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ফেনীর কাজিরবাগ ইউনিয়নের ছাগলনাইয়া সড়কের পাশে বিরিঞ্চি-সোনাপুর ব্রিক ফিল্ডের বিশাল ময়দান।
বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। এর আগে তিনি ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। মোনাজাতে তাবলীগ জামাতের সাথী ও আশপাশের এলাকার কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।
মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথমবার বিভাগীয় ইজতেমায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সাথীরা অংশগ্রহণ করেন। ইজতেমাকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ছিল।
এম. এমরান পাটোয়ারী/এনএ

