Logo

সারাদেশ

পার্শ্ববর্তী দেশের উস্কানিতে নির্বাচন পণ্ডের চেষ্টা চালাচ্ছে : খায়রুল

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮

পার্শ্ববর্তী দেশের উস্কানিতে নির্বাচন পণ্ডের চেষ্টা চালাচ্ছে : খায়রুল

বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘আওয়ামী লীগের হাতে রয়েছে প্রচুর অবৈধ অস্ত্র ও টাকা। এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করতে তাদের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম প্রতিহত করবে।’

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে খোকন আরও বলেন, ‘ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত। তিনি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে আগামী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।’

সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি হারুণ অর-রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সুমন রায়/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর