Logo

সারাদেশ

লালমনিরহাটে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৯

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮

লালমনিরহাটে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৯

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামির বাড়ি এলাকার ব্যাঙ্গারহাটে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, জামির বাড়ি ব্যাঙ্গারহাট এলাকার ৭ একর জমি নিয়ে প্রায় সাত বছরের বেশি সময় ধরে স্থানীয় আলহার হোসেন (বাদল) ও আবাহার হোসেনের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। বিরোধীয় জমিতে শনিবার দুপুরে মৃত আব্দুল আবাহারের ছেলে সুজন মিয়া তার পরিবারের লোকজন নিয়ে হাল দিতে চেষ্টা করলে আলহার হেসেন বাদলের পক্ষের লোকজন জমিতে আসেন এবং বাধা দেন। বাগবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহৃত হয়। উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়। সংঘর্ষের সময় জমিতে রাখা একটি মাহিন্দ্রা ট্রাকের বেশ কিছু অংশও ভাঙচুর করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, বাকিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাহেবুল ইসলাম টুটুল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর