বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩
ছবি : বাংলাদেশের খবর
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক শান্ত ইসলামের (২৫) লাশ আট দিন পর দেশে ফিরেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়ন ও ভারতের বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকে লাশ হস্তান্তর সম্পন্ন হয়। কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়ন এসব তথ্য নিশ্চিত করেছে।
নিহত শান্ত ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের শিপন ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন আশ্রয়ণ বিওপি এলাকার সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নিউ উদয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৩-এস থেকে ৫০০ গজ ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিএসএফের গুলিতে শান্ত ইসলাম গুলিবিদ্ধ হন।
পরে তাকে আটক করে ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর শান্ত ইসলামের লাশ ফেরত আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক আলোচনা ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকের পর শনিবার সন্ধ্যায় জামালপুর বিওপি-সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ দৌলতপুর থানা-পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পুলিশ নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আকরামুজজামান আরিফ/এমবি

