লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলা ও ভাঙচুর
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭
সাংবাদিক সাব্বির ও তার ব্যবহৃত ভাঙ্গা ফোন
লালমনিরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সংঘর্ষের খবর সংগ্রহ ও ভিডিও ধারণ কালে স্টার নিউজ ও বাসস ও দৈনিক নয়া দিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলুর ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের সময় কিছু ব্যক্তি সাংবাদিক সাব্বির আহমেদ লাভলুর কাজে বাধা প্রদান করে। একপর্যায়ে তারা তার ওপর চড়াও হয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং তাকে হেনস্তা করে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিক লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করা হবে।’
রাহেবুল ইসলাম টিটুল/এনএ

