নওগাঁর নিয়ামতপুরে জমি বিরোধে অগ্নিসংযোগ, আহত ৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় কৃষকের ধান ও খড়ের পালায় অগ্নিসংযোগ এবং পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পরও অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলার চক দেউলিয়া গ্রামের খালি জায়াগায় জমির খড় পালা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধানের পালা ও খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে গরুর ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধ কৃষক মো. আলতাফ। হামলায় তার ডান চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে এবং মাথায় গুরুতর জখম হয়। এছাড়া আশরাফুল ইসলাম ও মো. আবেদীন আহত হন। আহতদের মান্দা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মো. আলতাফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার পর গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মো. আবেদীন নওগাঁ আমলি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় হাফিজুর, বেলাল খাঁ, আলম, রফিকুল, কালামসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আদালতের মাধ্যমে মামলা করতে হয়। এছাড়া অভিযুক্তরা উল্টো তাদের পরিবারের দুই সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে আহত কৃষক মো. আলতাফের ছেলে আশরাফুল ইসলাম ও মো. আবেদীন কারাগারে রয়েছেন বলে দাবি পরিবারের।
পরিবার আরও জানায়, মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ও গোপনে হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে বড় ধরনের ক্ষতি করা হবে বলেও ভয় দেখানো হচ্ছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। আদালত থেকে নির্দেশনা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এম এ রাজ্জাক/এনএ

