Logo

সারাদেশ

সাটুরিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

সাটুরিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুর রহমান শহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে। তিনি ধানকোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ জানায়, গত ২ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে এসআই আবু রায়হান সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মো. মাসুদ রানা/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর