সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী নির্বাচিত
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৫–২০২৭) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল-এর সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এসএ টিভি ও দৈনিক দেশ রূপান্তর-এর মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামের মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৫টায় প্রধান নির্বাচন কমিশনার মো. শহীদুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন-এর সাটুরিয়া প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার সাটুরিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান মনি। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন হাসান ফয়জী।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে দৈনিক স্বাধীন বাংলা-এর সাটুরিয়া প্রতিনিধি আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজ-এর সাটুরিয়া প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ-এর সাটুরিয়া প্রতিনিধি মাহবুবুর রহমান রানা এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক সকালের সময়-এর জেলা প্রতিনিধি মো. হৃদয় মাহমুদ রানা নির্বাচিত হন।
প্রেসক্লাবের মোট ৮টি সাংগঠনিক পদের মধ্যে ৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংগঠনের মোট ২০ জন সদস্যের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম লিটন ও জাহিদুল হক চন্দন।
এর আগে সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা হলরুমে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানো। সভায় ঘিওর, দৌলতপুর, ধামরাইসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মো. মাসুদ রানা/এনএ

